নকলে সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা গ্রহন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নফাঁস কিংবা নকলে সহযোগিতার অভিযোগ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
Read More News

শিক্ষার্থীদের অনুরোধ করেন, পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার। আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৮ হাজার ৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেবে, ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। দেশে পরীক্ষা কেন্দ্র সংখ্যা ২ হাজার ৭৩৪টি আর বিদেশে রয়েছে, ৮টি। আগামী ১৭ নভেম্বর শেষ হবে, এই পরীক্ষা। ফল প্রকাশ করা হবে, পরবর্তী ৩০ দিনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *