মোবাইল ক্যামেরা দিয়ে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে গোপনে ভিডিও ধারণের অভিযোগ করেছেন একজন নারী। ইউরিন পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য সকাল ৭টার দিকে হাসপাতালের টয়লেটে যান ঐ নারী। বের হবার সময় তিনি ভিডিও ধারণের বিষয়টি টের পান। দ্রুত টয়লেট থেকে বের হয়ে ভিডিও ধারণকারীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। অভিযুক্ত ব্যক্তি ওই সেন্টারের রিসিপশনের দায়িত্বরত একজন কর্মচারী। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
Read More News
জানা গেছে, চিকিৎসা নিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এসেছিলেন অভিযোগকারী নারী। তিনি টয়লেটে ঢুকলে পপুলারের এক কর্মী ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।