আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত স্মার্ট পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো নাগরিক সুযোগ সুবিধার ক্ষেত্রে স্মার্ট পরিচয়পত্র বড় ধরনের ভূমিকা রাখবে।
শেখ হাসিনা বলেন, এই কার্ডে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, কোনোভাবেই নকল করা সম্ভব নয়।
কেউ যেন এই কার্ডের অপব্যবহার করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে যেকোনো অপরাধীকে গ্রেপ্তার বা শনাক্ত করা সহজ হবে।
Read More News
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে স্মার্ট পরিচয়পত্র বিতরণ করেন। আগামীকাল থেকে পর্যায়ক্রমে ঢাকার দুই সিটি করপোরেশন ও কুড়িগ্রামে এই কার্ড বিতরণ করা হবে।