তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ে অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯৪ জন। প্রাণ কেড়ে নেওয়া ঘাতকের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একখা জানিয়েছেন।
Read More News
এদিকে, প্রাণঘাতী ভয়াবহ এই হামলার দায় এখনও কোনো জঙ্গি সংগঠন স্বীকার না করলেও প্রেসিডেন্ট এরদোয়ান ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন।
বিয়ের অনুষ্ঠানে অতর্কিতে ওই হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হওয়ায় মেহেদি উৎসব মুহূর্তে রক্তের হলিতে পরিণত হয়। বিয়ের উচ্ছ্বাস স্বজন হারানোর আর্তনাদে ঢাকা পড়ে। সাজানো বিয়ের অনুষ্ঠান থেকে পথ গিয়ে ঠেকে কবরস্থানে।