মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তিনটি বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল-ইসলাম পেয়েছেন অগ্রণী ব্যাংকের দায়িত্ব। প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে। এই তিন জন ব্যাংক তিনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করবেন।
Read More News