আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোকের কর্মসূচি শুরু হয়।
৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অর্নার প্রদান করে। সে সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর মোনাজাত করা হয়। পরে দলীয় নেতা ও মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে।
Read More News
শোক আর শ্রদ্ধার কর্মসূচি থেকে জাতির পিতার আদর্শে বাংলাদেশ গঠনের আহবান জানান আওয়ামী লীগ নেতারা।