চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ৩৮ হাজার মানুষের জন্য টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবানের আয়োজন করেছেন।
মেজবানের জন্য চট্টগ্রামের বিখ্যাত হোসেন বাবুর্চিকে নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছেছেন তিনি। বিষয়টি আগেই প্রধানমন্ত্রীর দফতরকে অবহিত করা হয়েছে।
Read More News
শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩০ হাজার ও বালাডাঙ্গা এসএম মুছা উচ্চ বিদ্যালয় মাঠে ৮ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। কলেজ মাঠের আয়োজনে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, ছোলার ডাল দিয়ে লাউ আর নলির ঝোল। বালাডাঙ্গা এস.এম মুসা উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দুদের জন্য আয়োজন করা হবে মুরগির কোর্মা, ছোলার ডাল ও সাদা ভাত ।