রবিবার ভারতের দিল্লি পুলিশের সদর দফতরে টেলিফোন করে জানায়, ভারতের রাষ্ট্রপতি ভবনের এক নম্বর গেটের সামনে একটি ব্যাগে বোমা রাখা রয়েছে। যে কোন মুহূর্তে ফেটে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।
ফোন পাওয়ার পরেই পুলিশ ঘিরে ফেলে পুরো রাষ্ট্রপতি ভবন এলাকা। ছুটে যায় বম্ব স্কোয়্যাড, পুলিশ কুকুর। পুরো এলাকায় তল্লাশি চালানো হয়। পাঁচটি দমকল রাষ্ট্রপতি ভবন চত্বরে মোতায়েন করা হয়। তবে দিল্লি পুলিশ জানিয়েছে সেখান থেকে কিছু পাওয়া যায়নি।