বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ কপিল শর্মাকে বিয়ে করলেন। ঘটনাটি বাস্তবে না ঘটলেও ঘটেছে কপিল শর্মার কমেডি মঞ্চে। জনপ্রিয় কমেডি শো ‘দ্যা কপিল শর্মা’র মঞ্চ সেজেছিল বিয়ের আয়োজনে।
Read More News
সত্যি সত্যি জ্যাকুলিন ও কপিল বিয়ে না করলেও একেবারে বধূর মত সেজেছিলেন তিনি। এবং বিয়ের পর পর কপিল শর্মা তার স্ত্রী জ্যাকুলিনের কাছে বেশ কিছু দাবি জানিয়ে একটি টুইট বার্তা করেছে।
সেখানে কপিল লিখেছে, জ্যাকুলিন যেন আমার যত্ন নেয়। সব সময় খেয়াল রাখে। আর শপিং করার সময় আমাকে সঙ্গে নিয়ে যায়। আমাকে যেন বাইরে ঘুরতে নিয়ে যায়। আর যেন গিফট দেয়।