ভূমধ্যসাগর তীরে লিবিয়ার সিরতে শহরে আইএস-এর প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। শহর পুনর্দখলে অভিযান চালানোর সময় সংঘর্ষে নিহত হয়েছে ২০ আইএস জঙ্গি।
এর আগেও লিবিয়া বাহিনী শহর দখলে নেয়ার কথা বললেও বড় বড় স্থাপনাগুলো তখনও ছিল আইএসের অধীনে। এবারের অভিযানের মধ্য দিয়ে সিরতে আইএসের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী এই প্রথমবারের মতো সিরতে শহরে জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি লিবীয় বাহিনীর পাশে দাঁড়িয়েছে। ১০ দিন আগে থেকেই আমেরিকান বাহিনী সিরতের ওপর বিমান হামলা শুরু করে। এর ফলে শহর পুনর্দখলের প্রক্রিয়া দ্রুততর হয়েছে বলে জানিয়েছেন লিবিয়ার যোদ্ধারা।
Read More News
যুক্তরাষ্ট্র জানিয়েছে, লিবিয়ার সিরতের প্রায় ১ হাজার আইএস জঙ্গি অবস্থান করছিল, যাদের অধিকাংশই বিদেশি এবং ইরাক ও সিরিয়া ফেরত।