এবার সাইবার আক্রমণের শিকার রাশিয়া

রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো পেশাদারদের সাইবার আক্রমণের শিকার হয়েছে দেশটি। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি মতে, ২০টি সংস্থার নেটওয়ার্কে সাইবার স্পাইং ভাইরাস পাওয়া গেছে।

রাশিয়ান নেটওয়ার্কের ওপর এ ধরনের হামলার সাথে কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে কিছু জানায়নি এফএসবি। এফএসবি বলছে, এই সাইবার হামলা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিকল্পিতভাবে।
Read More News

এর আগে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের প্রচারণার ওপর বড় ধরনের সাইবার হামলার খবর প্রকাশ হয় এবং এ হামলার জন্য রাশিয়ার প্রতি অভিযোগ আনা হয়।

রাশিয়ান সরকারের হয়ে কাজ করছে এমন এজেন্টরা এই সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রুশ সরকার।

আর ওই খবরের পরই রুশ গোয়েন্দা সংস্থা সেদেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার খবরটি জানালো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *