মোংলা কাস্টম হাউসে বিগত অর্থবছরে চেয়ে বেশি রাজস্ব আদায়

বিগত অর্থবছরে (২০১৫-১৬) লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে খুলনার মোংলা কাস্টম হাউস। আগের যেকোনো সময়ের চেয়ে গত অর্থবছরে শুল্কযোগ্য পণ্য আমদানি ও কর ফাঁকি রোধ হওয়ায় রাজস্ব আদায় বেড়েছে বলে দাবি করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মোংলা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত অর্থবছরের জন্য মোংলা কাস্টম হাউসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই হাজার ৬৫৫ কোটি আট লাখ টাকা। তবে এ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে দুই হাজার ৯৬৮ কোটি ৫০ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৩ কোটি ৪২ লাখ টাকা বা ১১ দশমিক ৮ শতাংশ বেশি। আর গত বছরে ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ২২ দশমিক ৮৬ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে মোংলা কাস্টম হাউসে রাজস্ব আদায় হয়েছিল দুই হাজার ৪১৬ কোটি টাকা।
Read More News

মোংলা বন্দরে প্রধান রাজস্ব আদায় হয় আমদানীকৃত গাড়ি থেকে। কাজের স্বচ্ছতা নিশ্চিতকরণ, মিথ্যা ঘোষণা প্রতিহতকরণ, কর ফাঁকি উদঘাটন, পুরাতন মামলা নিষ্পত্তি, ব্যাংক গ্যারান্টি নগদায়ন, প্রতি মাসে নিলাম অনুষ্ঠান, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *