মন্ত্রিসভার সদস্যদের হামলার আশঙ্কা প্রকাশ করে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান। একাধিক মন্ত্রী এই বার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ কমিশনারও এই বার্তা দেওয়ার কথা জানিয়েছেন।
পুলিশ জানায়, মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা থাকায় তাদের এই বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে।
ডিএমপি কমিশনারের পাঠানো ওই বার্তায় সালাম জানিয়ে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী জঙ্গিরা যে কোনও সময় মন্ত্রিসভার যে কোনও সদস্যের ওপর হামলা চালাতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
Read More News
বার্তায় মন্ত্রীদের সতর্ক থাকা, গানম্যান ও নিরাপত্তা দলকে ব্রিফ করার অনুরোধ জানানো হয়।
ডিএমপি কমিশনারের ক্ষুদে বার্তা।