ছাত্রলীগের হামলায় নারী এসআই সহ দুই পুলিশ আহত

আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী এলাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক উত্ত্যক্তকারীকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের এক নারী উপপরিদর্শকসহ (এসআই) ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম শাকিব ও সাধারণ সম্পাদক আল মামুনসহ সাতজনকে আটক করে। পরে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ থানার সামনে অবস্থান নেয়।
Read More News

সিদ্ধিরগঞ্জ থানার আহত এসআই সুমনা পারভীন জানান, সিদ্ধিরগঞ্জের এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নোমান নামের এক যুবককে ধরতে তিনিসহ একদল পুলিশ আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী এলাকায় যায়। এ সময় নোমানের ভাই ছাত্রলীগ নেতা আল মামুনসহ বেশ কয়েকজন বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তিনি ও কনস্টেবল জুলকার নাহিন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অপরাধে ছাত্রলীগ নেতা আল মামুনকে আসামি করে মামলা করা হবে বলে জানান এসআই সুমনা পারভীন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক জানান, পুলিশের ওপর হামলাকারী আপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *