আসলাম চৌধুরীর তিনদিনের রিমান্ড মঞ্জুর

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে নাশকতার মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

২০১৪ সালের ২ নভেম্বর জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে আসলাম চৌধুরীর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নাশকতার একটি মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে এ মামলায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৪ সালের ২ নভেম্বর হরতাল চলাকালে আসলাম চৌধুরীর বিরুদ্ধে নগরীর সিনেমা প্যালেস এলাকায় নাশকতা সৃষ্টি, যান চলাচলে বাধা ও জামায়াতকে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
Read More News

এর আগে গতকাল রোববার এ বি ব্যাংকের সোয়া ৩০০ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী, তাঁর স্ত্রী, দুই ভাইসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় আসলাম চৌধুরীর ভাই ও এক ব্যাংক কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *