জাতীয় ঐক্যের মাধ্যমে উগ্রবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কর্মকৌশল ঠিক করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ত্রাস ও উগ্রবাদকে জাতির জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করে তা প্রতিরোধের উপায় নিয়ে খালেদা জিয়া ইতোমধ্যেই আলোচনা শুরু করেছেন এবং সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে শুক্রবার সাংবাদিকদের জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এটাকে মোকাবেলা করার জন্য দেশনেত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জাতীয় ঐক্যের এই ডাকে তিনি পরবর্তী কী কী পদক্ষেপ নিতে পারেন, সেগুলো নিয়ে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ শুরু করেছেন। সকলের সঙ্গে আলোচনা করেই দেশনেত্রী তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
Read More News