নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব দিচ্ছে সরকার

আজ বুধবার দুপুরে রাজধানীর আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী বলেন, গুলশানে রেস্তোরাঁয় বিদেশিদের হত্যাকাণ্ডের ঘটনার পর সরকার এখন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, এমন সন্ত্রাসী হামলার ঘটনা আরো ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই তা মোকাবিলার কৌশল গ্রহণ করছে সরকার। সন্ত্রাসী তৎপরতার আগাম তথ্য, হামলাকারীদের শনাক্ত বা তাদের মোকাবিলায় যেসব ঘাটতি রয়েছে, তা পূরণে বিদেশিদের সহায়তা নেবে সরকার।

এরই মধ্যে এফবিআই তদন্তে নেমেছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক অনেক বিষয় আছে, যে ব্যাপারে আমাদের সহায়তা দরকার হবে। তবে আমরা কাউকে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেব।
Read More News

হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের বক্তব্য সমালোচনা করে।

ওবায়দুল কাদের বলেন, এমন পরিস্থিতিতে কথা নয়। কাজই আসল।

সন্ত্রাস দমনে বিএনপিকে সামাজিক আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান সেতুমন্ত্রী। তিনি আশুলিয়ায় সড়কের পাশে পৌর কর্তৃপক্ষের ময়লা-আর্বজনা ফেলার তীব্র নিন্দা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *