আর কখনো আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না লিওনেল মেসিকে। এই আক্ষেপ নিয়েই বিশ্বের কোটি-কোটি ফুটবলপ্রেমীকে খেলা দেখতে হবে। আর্জেন্টিনার ভক্তদের খেলা দেখতে হবে। কোপা আমেরিকার ফাইনালে আজ সোমবার বাংলাদেশ সময় সকালে মেসির আর্জেন্টিনা আবার চিলির কাছে হেরেছে। টাইব্রেকে ৪-২ গোলের এই হারের দিনে পেনাল্টি মিস করেছেন মেসি নিজে। গত বছরের কোপা ফাইনালেও চিলি টাইব্রেকে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা ও ২০১৬ বিশেষ কোপার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার হতাশায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২৯ বছরের মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের ক্যারিয়ার দেখে নেওয়া যাক একনজরে।
Read More News
নাম : লিওনেল আন্দ্রেস মেসি
জাতীয়তা : আর্জেন্টিনিয়ান
জন্ম : ২৪ জুন, ১৯৮৭ : বয়স ২৯
জন্ম স্থান : রোজারিও, আর্জেন্টিনা
ক্লাব : বার্সেলোনা (স্পেন/২০০০ থেকে)
আন্তর্জাতিক ম্যাচ : ১১৩টি
আন্তর্জাতিক গোল : ৫৫টি আন্তর্জাতিক
অভিষেক : ১৭ আগস্ট, ২০০৫, হাঙ্গেরি ১-২ আর্জেন্টিনা
অর্জন :
ক্লাবে চ্যাম্পিয়ন্স লিগ (৪) : ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০১০-১১, ২০১৪-১৫
ক্লাব ওয়ার্ল্ড কাপ (৩): ২০০৯, ২০১১, ২০১৫
স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ (৮) : ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩, ২০১৪-১৫, ২০১৫-১৬
স্প্যানিশ কাপ (৪) : ২০০৮-০৯, ২০১১-১২, ২০১৪-১৫, ২০১৫-১৬
স্প্যানিশ সুপার কাপ (৬) : ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩
আন্তর্জাতিক
বিশ্বকাপ : ফাইনালিস্ট (২০১৪), কোয়ার্টার-ফাইনালিস্ট (২০০৬, ২০১০), ১৫ ম্যাচে ৫ গোল
কোপা আমেরিকা : ফাইনালিস্ট (২০০৭, ২০১৫, ২০১৬), কোয়ার্টার-ফাইনালিস্ট (২০১১), ২০ ম্যাচে ৮ গোল
অলিম্পিক গোল্ড মেডেল (১) : ২০০৮
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (১) : ২০০৫
ব্যক্তিগত অর্জন :
ব্যালন ডি’অর (৫) : ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫
স্প্যানিশ লিগের শীর্ষ গোলদাতা (৩) : ২০০৯-২০১০ (৩৪ গোল), ২০১১-২০১২ (৫০ গোল), ২০১২-২০১৩ (৪৬ গোল)
চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা (৫) : ২০০৮-২০০৯ (৯ গোল), ২০০৯-২০১০ (৮ গোল), ২০১০-২০১১ (১২ গোল), ২০১১-২০১২ (১৪ গোল), ২০১৪-২০১৫ (১০ গোল)
বিশ্বকাপ গোল্ডেন বল (১) : ২০১৪
অলিম্পিকের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (১) : ২০০৮
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (১) : ২০০৫
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (১) : ২০০৫ (৬ গোল)