বাংলাদেশের নির্মানাধীন সর্ববৃহৎ মসজিদে প্রথম জুমার নামাজ

বাংলাদেশের বৃহত্তম মসজিদ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন-ব্লকে আজ (২৪ জুন) প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) নামের এই জামে মসজিদের প্রথম জুমায় অংশ নেন প্রায় ছয়শত ধর্মপ্রাণ মুসল্লি। জুমার নামাজে ইমামতি করেন মুফতি নুর মুহাম্মদ।

নির্মাণাধীন এ মসজিদে চলতি বছর পয়লা রমজান থেকে খতমে তারাবি আদায় করা হচ্ছে। তারাবি পড়াচ্ছেন হাফেজ মোজাম্মেলুল হক ও হাফেজ ওবায়দুল

কাদের। এছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করছেন মুফতি সফিউল্লাহ। আজ শুক্রবার (২৪ জুন) থেকে মসজিদটিতে জুমার নামাজ আদায় শুরু হলো।
Read Our Latest News
১০তলা বিশিষ্ট মসজিদটির প্রতি ফ্লোরে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা। নির্মাণ কাজ শেষ হলে এই মসজিদে ৫০ হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মসজিদে থাকবে চারটি সিড়ি, একটি চলন্ত সিড়ি ও দু’টি লিফট। তৈরি করা হবে ১২০ ফুট উঁচু মিনার। অত্যাধুনিক অজুখানা ও নানা ধরনের সুযোগ-সুবিধাসহ মসজিদে ব্যবহার করা হবে উন্নতমানের টাইলস। নির্মান সংশ্লিষ্টরা জানান, এটি শুধু বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদই নয়, দক্ষিণ এশিয়ারও অন্যতম বৃহৎ একটি মসজিদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *