বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর এলাকায় ট্রেনের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষে এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন আরও দু’জন।
আজ বৃহস্পতিবার যশোর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান যশোর রেলওয়ে পুলিশ।
Read More News
নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার চাচড়াইল গ্রামের রেজাউল কবীর রাজু (৩৮), সদর উপজেলার তীরেরহাট গ্রামের নিত্যপদ বিশ্বাসের ছেলে চয়ন (১০), জয়া রানী সরকার (৫২) ও প্রাইভেটকারের চালক কেশবপুর উপজেলার বাইশা গ্রামের মো. হাকিম (৩২)।
এছাড়া আহত দু’জন হলেন দীপিকা রানী ও বাধন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।