কিংবদন্তি মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরের হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোহাম্মদ আলীর পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবিসি জানায়, অসুস্থতার কারণে সম্প্রতি মোহাম্মদ আলীকে নেওয়া হয়েছিল অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরের হাসপাতালে। সেখানেই লাইফসাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
Read More News
মোহম্মদ আলীর পূর্ব নাম ছিল ক্যাসিয়াস ক্লে জুনিয়র। তার জন্ম ১৭ জানুয়ারি ১৯৪২ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে। অলিম্পিক লাইট হেভিওয়েট সোনা বিজয়ী সাবেক এই মার্কিন মুষ্টিযোদ্ধা তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। ১৯৬৪ সালে ইসলামী সংগঠন নেশন অব ইসলামে যুক্ত হন মোহাম্মদ আলী এবং ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তিত হয়।