শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। প্রতি বছর শীত মৌসুমে এ জেলার শিক্ষার্থীরা (শিশু-কিশোর) আক্রান্ত হয় ঠান্ডাজনিত নানা রোগে। ঘন কুয়াশা মাড়িয়ে স্কুলে যেতে শিকার হয় ভোগান্তির। এসব বিবেচনা করে প্রতি বছর ‘তেঁতুলিয়া শিশু স্বর্গ ফাউন্ডেশন’র উদ্যোগে শিশু-কিশোরদের দেওয়া হয় শীতবস্ত্র ও স্কুলব্যাগ। সংগঠনটি এবারও এমন আয়োজন রেখেছে।
Read More News
জেলার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ হাজার শিক্ষার্থীকে উপহার দিচ্ছে শীতের কাপড় ও স্কুলব্যাগ। ইতোমধ্যে প্রায় ৩ হাজার শিশু-কিশোর উপহার পেয়েছে। তৃতীয় পর্যায়ে গতকাল দুপুরে পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয় মাঠে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকিরাও পাবে শীতের উপহার। অবসরপ্রাপ্ত শিক্ষক মজিরুল ইসলামের সভাপতিত্বে গতকাল শীত উৎসবের আলোচনায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পরিচালক অঞ্জন মল্লিক, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ প্রমুখ।