লালমনিরহাট সরকারি হাসপাতালে দুপুরের খাবার না পেয়ে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বিকালে তড়িঘড়ি করে খাবার সংগ্রহ করে বিতরণ করেন ঠিকাদারের লোকজন।
Read More News
বিক্ষুব্ধরা বলেন, প্রায়ই হাসপাতালে রোগীদের খাবার সময় মতো পরিবেশন করা হয় না। মানও খুব খারাপ। অনেক রোগী এ খাবার খেতে পারেন না। বাইরে থেকে কিনে এনে খান। অনেক সময় রোগীরা খাবারই পান না। যত রোগী ভর্তি থাকেন, তাদের প্রত্যেককে খাবার দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয় না। রোগীরা জানান, গতকাল দুপুর দেড়টার সময় খাবার দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় বিকাল ৩টায়। অনেক ভর্তি রোগী সকালে খাবার পাননি। বাবুর্চি ফিরোজ আহমেদ বলেন, আজ ঠিকাদার বাজার করে দিতে বিলম্ব করায় রান্নার কাজ করতে দেরি হয়েছে। ফলে রোগীদের খাবার দিতে বিলম্ব হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিনা খাতুন বলেন, হাসপাতালের চতুর্থ তলায় ১১০ জন ভর্তি রোগীর মধ্যে ৮৪ জনের দুপুরের খাবার সময় মতো বুঝে পাই।
বাকিদের খাবার বিকাল ৩টার দিকে ঠিকাদারের লোকজন এসে দিয়ে গেছেন। কেন খাবার পরিবেশনে বিলম্ব হলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।