সীমান্তে তিন বাংলাদেশি নিহতে উদ্বেগ জামায়াতের

১৮ ডিসেম্বর যশোরের বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে তিন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে তিনজন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে, গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা ও জুলুম-নির্যাতনের বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না।
Read More News

ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে, তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না। বাংলাদেশের সঙ্গে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারও জন্যই কল্যাণকর হবে না। ভারতের এ ধরনের উসকানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *