৫ আগস্ট-পরবর্তী সময়কে ‘অভূতপূর্ব সুযোগ’ উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অভূতপূর্ব সুযোগ নিজেদের ভুলে যদি নষ্ট করে ফেলি, তাহলে ফিরে পেতে অনেক সময় লাগতে পারে। গণতন্ত্র উত্তরণে কতগুলো নীতিতে আমাদের একমত হতে হবে। গতকাল তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
Read More News
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম প্রমুখ। মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু ড. মুহাম্মদ ইউনূস একটা পথনির্দেশিকা দিয়েছেন। কেউ বলতে পারেন ছয় মাস (সময়) বেশি নেওয়া হয়েছে, আরও কমানো যেতে পারে। কনক্রিট সাজেশন বলেন। অথবা এমনভাবে বলেন, যাতে একটা কনস্ট্রাকটিভ জায়গায় যেতে পারে। না হলে কিন্তু ভুলবোঝাবুঝি হবে। যত বেশি বিভেদ হবে, ততই আমাদের আস্থা নষ্ট হবে।