মার্কিন আকাশে অজ্ঞাত ড্রোনগুলোর ঝুঁকি নিয়ে যা জানাল এজেন্সিগুলো

মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলো বলেছে, রহস্যজনকভাবে সে দেশের আকাশে দেখতে পাওয়া ড্রোনগুলো জাতীয় ও জননিরাপত্তার জন্য কোনো হুমকি নয়। ওয়াশিংটন থেকে এএফপি মঙ্গলবার এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আকাশে দৃশ্যমান ড্রোনের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ‘খারাপ কিছু দেখছি না, অনেক ড্রোন অনুমোদিত আছে। আমরা বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

Read More News

এখন পর্যন্ত বিপদের কিছু দেখছি না।’
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঙ্গরাজ্যগুলোর অধিবাসীরা কয়েক সপ্তাহ ধরে সেখানকার আকাশে অজ্ঞাত ড্রোন দেখার কথা বলছে। যা সেখানকার মানুষের মধ্যে চিন্তার উদ্রেক করেছে।

এরপর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, এফবিআই ও ফেডারেল এভিয়েশন প্রশাসন এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমরা এখন পর্যন্ত খারাপ কিছু চিহ্নিত করতে পারিনি, এখন পর্যন্ত নিউ জার্সি ও উত্তর-পূর্বের অন্য অঙ্গরাজ্যগুলোর আকাশে জাতীয় ও জননিরাপত্তার জন্য হুমকির মতো কোনো কিছু দেখতে পাইনি।


বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘প্রযুক্তিগত তথ্য যাচাই করে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা যা বুঝতে পেরেছি তা হলো, ওই অঞ্চলের আকাশে যেসব ড্রোন দেখা গেছে সেগুলো বাণিজ্যিক ড্রোন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ড্রোন ও শখের ড্রোন। এমনকি আকাশের তারাকেও ভুলভাবে সেখানে ড্রোন বলে মনে করা হয়েছে।’

এর আগে বিদেশি সম্পৃক্ততা, বিশেষ করে ইরান ও চীনের সম্পৃক্তার ব্যাপারটি মার্কিন প্রশাসন অস্বীকার করেছে। যদিও নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার আকাশে ওড়া অজ্ঞাত ড্রোনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *