ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আছে সংসদের সাবেক বিরোধী দল জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে তারা বিভিন্ন আলোচনায় ডাক পেলেও এখন সেই পথ বন্ধ।
জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ ঘোষণা করে তাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হয়েছে বলে দাবি নেতাকর্মীদের। সরকারের সংস্কারে কোনো প্রকার মত নেওয়া হচ্ছে না দলটির নেতাদের।
Read More News
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
মহান বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ‘নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণার পরও এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি দলটির শীর্ষ নেতারা। নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সময়ের কথা এখনই বলতে চাচ্ছে না জাতীয় পার্টি।
দলটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচন যৌক্তিক সময়ে হতে হবে।
নির্বাচনের আগে নির্বাচনমুখী সংস্কার করতে হবে। নির্বাচনব্যবস্থার চূড়ান্ত সমাধান দিতে হবে।
তিনি বলেন, ছয় মাসের সংস্কারে যেন এক বছর না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।