হাইটেক পার্কসংলগ্ন এলাকায় আধুনিক রেলস্টেশন

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কসংলগ্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে আধুনিক রেলস্টেশন। ৪৮ কোটি ৫৯ লাখ ব্যয়ে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি আগামী বছরের ডিসেম্বর নাগাদ নির্মাণকাজ শেষ হবে।

আজ সোমবার বিকেলে রেলমন্ত্রী মজিবুল হক কালিয়াকৈর হাইটেক পার্কের এলাকায় নির্মাণাধীন স্টেশনের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি এর কার্যক্রম এলাকা ঘুরে দেখেন এবং এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
Read More News

এখানে আধুনিক রেললাইন, স্টেশন বিল্ডিং, আধুনিক সিগন্যালিং সিস্টেম নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণকাজ শেষ হলে ঢাকা থেকে হাইটেক পার্ক পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে। রেলমন্ত্রী আরো জানান, এই রেলওয়ে স্টেশনের নির্মাণের পর হাইটেক পার্কে ব্যবহারকারীদের স্বাভাবিক যোগাযোগের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *