পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত কানকাটা সীমান্তে আজ সোমবার বিকেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মোঃ সুজন (২৪)। তিনি ওই এলাকার সানাউল্লাহ সানুর ছেলে। ঘটনার পর পঞ্চগড়ে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মোঃ সুজনকে দেখতে হাসপাতালে যান।
Read More News
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, কানকাটা সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় সুজন আজ বিকেলে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় ভারতের লিচুগছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে গুলি করে। গুলি তার বুকের বা পাশে লাগে। এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ বলেন, গুলি করে হত্যার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবির তেঁতুলিয়ার কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার দিদার আহমেদ বিএসএফকে চিঠি দিয়েছেন।