ধর্মকে নিয়ে কটাক্ষ করায় শ্যামল কান্তিকে শাস্তি দিয়েছি, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, বলেছেন সেলিম ওসমান।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় লজ্জিত হলেও, বিষয়টির জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন সাংসদ সেলিম ওসমান।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সেলিম ওসমান। সাংসদ বলেন, ধর্মকে নিয়ে কটাক্ষ করায় শ্যামল কান্তিকে শাস্তি দিয়েছি। এখানে প্রায় পাঁচ হাজার লোক জড়ো হয়েছিল। তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। সে জনরোষ থেকে তাকে বাচানোর জন্য এ শাস্তি দেওয়া হয়েছে। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। সেলিম ওসমান আরো বলেন, এ বিষয়ে তদন্ত করে বিচারে যদি আমাকে ফাঁসিও দেওয়া হয়, তা আমি মেনে নেব। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছেন, তাদের শাস্তি দেওয়ার জন্য আমি ক্ষমা চাইব না।
Read More News
এদিকে, আজ বেলা সোয়া ১১টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শ্যামল কান্তিকে স্বপদে বহালের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি স্কুল কমিটি বাতিলের ঘোষণা করেন।