ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার বাগদাদের শিয়া অধ্যুষিত আল-শাব জেলায় একটি আত্মঘাতী বোমা হামলায় ৩৬ জন নিহত হন। আহত হন ৭৫ জনের বেশি মানুষ।
Read More News
বাগদাদের দক্ষিণাঞ্চলীয় আল-রাশিদ এলাকায় আরেকটি গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত ও ২২ জন আহত হন। এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে দাবি করেছেন ইরাকের সেনাবাহিনীর একজন মুখপাত্র। সদর শহরে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হন। আহত হন আরো ১৭ জন।
আল-শাব এলাকায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আবু খাত্তাব আল-ইরাকি নামের এক সদস্য এ হামলা চালিয়েছে। তবে সদর ও আল-রাশিদ এলাকায় হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।