মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের সিরিয়ার রাক্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। রাক্কাকে ‘ইসলামী খেলাফত’ এর রাজধানী হিসেবে মানে আইএস।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র স্টিভ ওয়ারেন শুক্রবার সিএনএনকে বলেন, ‘রাক্কায় জরুরি অবস্থা জারির পরিস্থিতি আমরা দেখেছি।’ ওয়ারেন বলেন, ‘আমরা জানি শত্রুপক্ষ হুমকি অনুভব করছে, যা তাদের করা উচিত।’
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শহরজুড়েই আইএসের সদস্যরা টহল দিচ্ছেন। তারা নির্দিষ্ট কিছু এলাকা সম্ভাব্য বিমান হামলা ও স্থল হামলা থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন।
Read More News
এসডিএফের মুখপাত্র তাজির কোবানি চলতি সপ্তার শুরুর দিকে ঘোষণা দিয়েছেন, উত্তর সিরিয়ার এসডিএফ সমর্থিত গোষ্ঠীগুলোর নেতারা যৌথ অভিযান চালিয়ে আইএসের দখল থেকে রাক্কাকে মুক্ত করার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, আইএস নেতা আবু বকর আল-বাগদাদি এখনো রাক্কা কিংবা তার আশপাশে অবস্থান করছেন কিনা তা পরিষ্কার নয়।
অবশ্য, সেনাবাহিনী অন্য কোথায় তিনি অবস্থান করছেন কিনা সেই বিষয়টিও বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে পর্যবেক্ষণ করে যাচ্ছে।
সূত্র: আইএএনএস