ঢাকায় সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ড. এস জয়শংকর বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সম্পর্ককে সহযোগিতার রোল মডেল বলে উল্লেখ করেছেন। এখন প্রয়োজন এই সম্পর্ককে আরও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া। ঢাকা সফরে এসে ভারতীয় পররাষ্ট্রসচিব ১১ মে (বুধবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন, ২০১৫ সালের মাঝামাঝিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় প্রতিশ্রুত ১১টি উন্নয়ন সহযোগী উদ্যোগের ৮টি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাকি চারটিতেও হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এক বছরেরও কম সময়ে এই অগ্রগতিকে একটি বড় অর্জন বলে মনে করেন ভারতীয় পররাষ্ট্রসচিব। উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রগতিতে সন্তুষ্টির কথা জানান এবং নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।
Read More News