শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ২৫ জেলে অপহৃত হয়েছে।
অপহৃত জেলেদের কাছে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে ওই দস্যু বাহিনী। ফিরে আসা জেলেরা জানান, ওই রাতে শ্যালা নদীর বিভিন্ন এলাকায় ২৫ নৌকায় জেলেরা মাছ ধরায় নিয়োজিত ছিলেন। রাত সারে তিন টার দিকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১৫-২০ জন সশস্ত্র বনদস্যু হানা দিয়ে জেলেদের মেরে আহত করে । এসময় প্রত্যেক নৌকা থেকে একজন করে মোট ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা।
Read More News
জেলে অপহরণের বিষয়টি কোস্টগার্ডের সকল স্টেশনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে অভিযান পরিচালনা করা হবে।