গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আজ শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন এখন নির্বাচনের নামে প্রহসন চলছে। গণতন্ত্রের প্রাথমিক শর্ত হচ্ছে মানুষের ভোটাধিকার। কিন্তু এই সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
জোনায়েদ সাকি বলেন, পরিস্থিতি এমন স্থানে আনা হয়েছে যে জনগণ যদি কাউকে নির্বাচিত করেও তাঁকে বরখাস্ত করা হবে, না হলে জেলখানায় পাঠানো হবে। তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন আর সিলেকশনের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা করার একমাত্র লক্ষ্য উন্নয়নের নামে করা লুটপাট তলা পর্যন্ত বিস্তৃত করা। পরে তিনি গণসংহতি আন্দোলনের যশোর জেলা শাখার সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
Read More News
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, দেশে আজ যেকোনো মানুষ যেকোনো সময় গুম হয়ে যাচ্ছেন। কয়েকদিন পর তাঁকে দেশে বা বিদেশের কোনো রাস্তায় তার লাশ উদ্ধার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যশোর জেলা সমন্বয়কারী চিন্ময় গোস্বামী পাপ্পু। এ সময় সংগঠনের জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।