বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ ইজাহারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন। এর আগে গত বুধবার ডিবি পরিদর্শক রাকিবুল ইসলাম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
Read More News
উল্লেখ্য ২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি হারুণের বাবা ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি ইজাহারের পরিচালিত চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার চারতলা ছাত্রাবাসের তৃতীয় তলার একটি কক্ষে বিষ্ফোরণে তিনজন নিহত হয়। এঘটনায় পুলিশ খুলশী থানায় হত্যা, বিষ্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে, যেগুলোর প্রত্যেকটিতে মুফতি ইজাহার ও তার ছেলে হারুণকে আসামি করা হয়।