আগামী ৩রা মে থেকে শুরু হবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষাকার্যক্রম। ২রা মে খুলে দেওয়া হবে ছাত্রাবাসগুলো।
বৃহস্পতিবার চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকল ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, সেন্টারগুলোর চেয়ারম্যান ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
Read More News
চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বলেন, আবাসিক হলের ফটক খোলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা, মিছিল, ছাত্র সমাবেশ নিষিদ্ধ থাকবে।