সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিন নামঞ্জুর হওয়ায় ফের কারাগারে পাঠানো হয়েছে আরিফকে।
এর আগে আজ সোমবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান আরিফুল হক চৌধুরী।
সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরিফ ১৫ দিনের জামিন পেয়েছিলেন। আজ সোমবার আরিফ নিজের অসুস্থতা এবং তাঁর মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। বিচারক মকবুল আহসান তাঁর (আরিফুল হক চৌধুরী) জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন।
Read More News
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা ও বিস্ফোরক মামলা থেকে ১৫ দিনের জামিন পেয়ে গত ২৮ মার্চ কারামুক্ত হন আরিফ।