হাতিরঝিল প্রকল্প এলাকায় ছয় তলার বেশি উচ্চতার ভবন নির্মাণে আর বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইলড এরিয়া প্ল্যান-ড্যাপ) পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, হাতিরঝিল এলাকায় ৬ তলার বেশি উচ্চতার ভবন নির্মাণে আর বাধা নেই। প্রথমে এলাকাবাসীর দাবি থাকলেও সৌন্দর্য রক্ষায় বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয়নি সরকার। তবে এখন থেকে সে বাধা থাকছে না।
Read More News
সভায় আরো উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।