শেরপুরে অগ্নিকাণ্ডে চারটি লেপ-তোশকের কারখানা ও পাঁচটি বাড়ি পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে শহরের তেরাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ি ও কারখানার মালিকরা দাবি করেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর ১টার দিকে প্রথমে তেরাবাজারের লেপ-তোশকের কারখানার মালিক মোস্তফা কামালের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের আশরাফ হোসেনের তুলার গুদামসহ চারটি গুদামে ছড়িয়ে পড়ে। তুলায় আগুন লাগার কারণে তা দ্রুত ছড়িয়ে মোস্তফার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি পুড়ে গেছে। এতে আশপাশের কয়েকটি বাড়িসহ দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read More News
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।