বিয়ের খরচ ৬৬০০ কোটি টাকা! অবিশ্বাস্য হলেও সত্যিই মস্কোতে এক বিয়েতে এতো টাকা খরচ করা হয়েছে। এর চেয়েও বড় কথা বিয়েতে অতিথিদের মাতিয়ে রাখার জন্য আনা হয়েছিল হলিউড তারকা জেনিফার লোপেজকে। যিনি নাচ পরিবেশন করে অতিথিদের মনোরঞ্জন করেছেন। বর ২৮ বছর বয়সী কাজাখস্থানের এক তেল ব্যবসায়ীর ছেলে। কনে ২০ বছরের এক রুশ সুন্দরী। মস্কোয় বসেছিল বিয়ের আসর। সেখানে আসর জমাতে উপস্থিত ছিলেন জেনিফার লোপেজ। বিশ্বের সবচেয়ে দামী এই বিয়েতে কনের গাউন এসেছিল প্যারিস থেকে। সেই গাউনকে বয়ে নিয়ে চলার জন্যও ছিল কয়েকজন সাহায্যকারী। মাথার চুলে হীরে খচিত মুকুট, হাতে ক্লাচ, গলায় হীরের নেকলেস আর হাতে হীরের আংটি সবমিলিয়ে রূপকথার বিয়েতে রাজকীয় সাজে সেজেছিলেন কনে। নানা ধরনের মায়াবী আলো আর ফুলে ঢাকা বিয়ের মণ্ডপে নবদম্পতি একটি ৯ তলা কেকও কাটেন।
Read More News