জনতার মুখোমুখি হন মেয়র সাঈদ খোকন

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাজধানীর দক্ষিণ কমলাপুরের সমবায় সোসাইটি মাঠে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি সাধারণ মানুষের মুখোমুখি হন মেয়র সাঈদ খোকন। পরিচ্ছন্ন বছর-২০১৬ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে জনতার মুখোমুখি হয়েছেন মেয়র সাঈদ খোকন।

সভায় এলাকাবাসী বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মেয়র সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি মেয়র নিজেই এলাকাবাসীর প্রশ্নের  উত্তর দেন। জনপ্রতিনিধি সভায় সেবা প্রতিষ্ঠান ওয়াসা, তিতাস ও পুলিশের কর্মকর্তারা এলাকাবাসীর নানা প্রশ্নের জবাব দেন।
Read More News

দক্ষিণ কমলাপুর ৮নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রায় ৩০ জন নানা সমস্যার কথা জানান। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হলো- মাদক ও রাস্তায় জমে থাকা পানি। পাশাপাশি ওই সকল এলাকার গলিতেই প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান তারা। এসব বিষয়ে মেয়র সাঈদ খোকন স্থানীয় কাউন্সিলার ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ফরিদ বলেন আমরা আজই অ্যাকশনে যাবো। পুলিশ টহল বাড়ানোরও আশ্বাস দেন তিনি।

প্রায় দেড় ঘণ্টার এই সভায় আরও কয়েকটি সমস্যার কথা জানান স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন স্থানে মতিঝিলের অফিসের স্টাফ বাস ছড়িয়ে ছিটিয়ে পার্কিং করা থাকে। যার ফলে এলাকাবাসীর দুর্ভোগের সৃষ্টি হয়। এ বিষয়েও মেয়র সাঈদ খোকন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে উপ-কমিশনার ফরিদ যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

ওয়াসার স্যুয়ারেজের পানিতে ৮নং ওয়ার্ডের গোপীবাগ মসজিদ গলি, দক্ষিণ কমলাপুর মসজিদ গলি, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব গলি, কবি জসিম উদ্‌দীন রোড অধিকাংশ সময় ডুবে থাকে বলেও জানান স্থানীয় বাসিন্দারা। এ প্রসঙ্গে মেয়র সভায় উপস্থিত ওয়াসা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

এ ওয়ার্ডের পার্ক ও খেলার মাঠ, ডিপটিউবয়েল সমস্যাসহ রাস্তার স্পিডব্রেকার, ফুটওভার ব্রিজ, মশা ও কুকুরের উৎপাতের সমস্যার কথাও জানান এলাকাবাসী।

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলার হাজি সুলতান মিয়া। আশপাশের ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলারসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *