বাংলাদেশে শিশুদের ডায়াবেটিসের হার ৫ দশমিক ২ ভাগ। এই অবস্থার পিছনে খাদ্য এবং পরিবেশের দূষণ মূল ভূমিকা পালন করছে। বাংলাদেশে বয়স্কদের মতো শিশুদের ডায়াবেটিসের হারও ক্রমবর্ধমান। আর যে সব পরিবারের আয় বেশি, সেসব পরিবারের শিশুদের ডায়াবেটিসের ঝুঁকিও ততো বেশি।
আজ বুধবার রাজধানীর কলাবাগানন্থ পবা মিলনায়তনে এক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
Read More News
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গবেষণায় মোট অংশ গ্রহণকারীদের ১ দশমিক ৮ ভাগ ডায়াবেটিস রোগাক্রান্ত বলে শনাক্ত করা হয়। ৩ দশমিক ৪ ভাগের রক্তে ডায়াবেটিস প্রবনতা (আইএফজি) পাওয়া গেছে। অর্থাৎ গবেষণায় অংশগ্রহণকারী শিশুদের ৫ দশমিক ২ ভাগ ডায়াবেটিস রোগী ও রোগাক্রান্ত হওয়ার পথে। এই হিসাবকে ভিত্তিমূল ধরে আমরা বলতে পারি, বাংলাদেশে শিশুর ডায়াবেটিসের হার হচ্ছে ৫ দশমিক ২ ভাগ।
গবেষণা পত্রে বলা হয়, গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো মোট ২ হাজার ১৫২ জন। এদের মধ্যে ছাত্র ছিলো ১ হাজার ৬৪ জন এবং ছাত্রী ছিলো ১ হাজার ৮৮ জন। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিলো ১৩ দশমিক ৩ বছর।
গবেষণার প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কম বয়সী শিশুর ডায়াবেটিসের হার বেশি এবং গ্রামের শিশুদের চেয়ে শহরের শিশুরা ডায়াবেটিসে বেশি আক্রান্ত হয়। পারিবারিক আয়ের সাথে ডায়াবেটিসের একটি সরাসরি সম্পর্ক এই গবেষণায় পরিলক্ষিত হয়। যে সব পরিবারের আয় বেশি, সেসব পরিবারের শিশুদের ডায়াবেটিসের ঝুঁকিও ততো বেশি।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধের আলোকে বক্তব্য রাখেন ইব্রাহীম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. আবু সাঈদ।