পাকিস্তানকে নির্ভুল নিশানার থার্মাল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে থার্মাল অস্ত্রশস্ত্র নির্ভুলভাবে ব্যবহার করার অতি উন্নত মানের প্রয়োজনীয় যন্ত্রাংশ (থার্মাল ওয়েপনস সাইটস) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। গতকালই এজন্য রেথিয়ন সংস্থাকে ১ কোটি ৭০ লাখ ডলারের বরাত দিয়েছে পেন্টাগন। থার্মাল অস্ত্রশস্ত্র যাতে অব্যর্থ নিশানায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, সেজন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ নির্মাণে অগ্রণী সংস্থা রেথিয়ন। এই যন্ত্রাংশ হাতে থাকলে তীক্ষ্ণ নজরদারি চালানো যায়, কুয়াশা, ধুলো বা অন্যান্য বাধার ভিতর দিয়েও অনেক দূর থেকে টার্গেট নির্ভুলভাবে স্থির করা যায়, সঠিকভাবে আঘাত করাও সম্ভব হয়।
Read More News

জানা গেছে, এই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির কাজ হবে ম্যাককিনি, টেক্সাস ও পাকিস্তানে। ২০১৭-র ৩০ অক্টোবরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময়সীমা ধার্য হয়েছে। সম্প্রতি ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানকে আটটি এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি ১৭ কোটি ডলার অর্থমূল্যের ৯টি এএইচ-ওয়ান জেড অ্যাটাক হেলিকপ্টারও তারা পাকিস্তানকে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *