সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও পেছন থেকে আরো এক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার ট্রাকচালক মো. হাসান (৩৫) ও পঞ্চগড় জেলার ট্রাকচালক ইসলাম (৪০)।
Read More News
আজ ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাক তিনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক দুটির চালক মারা যান। আহত হন অন্য ট্রাকের চালক ও চালকের সহকারীসহ অন্তত চারজন। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।