প্রত্যুষার মৃত্যুতে শোকাহত সালমন

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর তোলপাড় শুরু হয়েছে বি-টাউনে। বালিকা বধূর ‘আনন্দী’ কি আত্মঘাতী হলেন? নাকি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে? এমনই বহু প্রশ্ন উঠে আসছে এই ঘটনাকে ঘিরে। এ বার এই মৃত্যু নিয়ে সরাসরি মুখ খুললেন সলমন খান।

‘বিগ বস সিজন সেভেন’ থেকেই প্রত্যুষাকে চিনতেন ভাইজান। বিতর্কিত এই রিয়ালিটি শো-তে প্রত্যুষা প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তাঁকে সল্লু মিঞা বেশ স্নেহ করতেন। গত শুক্রবার নায়িকার অকালমৃত্যুর পর রীতিমত শক্ড্ সলমন জানিয়েছেন, ‘বিগ বস’-এ যখন প্রত্যুষা এসেছিল ওর বয়স মাত্র ২০। অত ছোট ছিল বলেই সলমন খুব স্নেহ করতেন তাঁকে। এমনকী প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাওয়ার পরও সলমনের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন নায়িকা। সলমনের জন্মদিনের ‘খানদানি’ পার্টিতেও গিয়েছিলেন। সলমন জানিয়েছেন, মৃত্যুর খবর শুনে তিনি মানসিক ভাবে খুবই আঘাত পেয়েছেন। দিনভর শুটিংয়ের ফাঁকে চোখ রেখেছেন প্রত্যুষার মৃত্যু সংক্রান্ত নানা খবরে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *