ভাবছেন নিশ্চয়ই কোনো হলি-অভিনেত্রী। তা হলে কোনো মডেল হবেন । তা হলে কোনো উঠতি সেলেব হবেন। ইনি মানুষই নন।
এই সুন্দরী আসলে একটি রোবট! এর সৃষ্টিকর্তা ডিজাইনার রিকি মা গ্রিউ। হংকংয়ের এই ডিজাইনারের বয়স ৪২।
এই সুন্দরী আসলে একটি রোবট! এর সৃষ্টিকর্তা ডিজাইনার রিকি মা গ্রিউ। হংকংয়ের এই ডিজাইনারের বয়স ৪২।
তিনি ছোট থেকে যা স্বপ্ন দেখতেন, এতদিনে তাকেই সত্যি করে তুললেন। তার স্বপ্নের সুন্দরীকে যে আদলে তিনি কল্পনা করতেন এ বার তাকেই রোবটের আকার দিলেন শিল্পী। দেড় বছরের চেষ্টায় ৫০ হাজার ডলার ব্যয়ে তৈরি হয়েছে এই রোবট। যার নাম মার্ক ওয়ান। ইতিমধ্যেই ওয়েব দুনিয়ায় ভাইরাল তার ছবি।