আমেরিকাকে উচিত জবাব দেয়া হবে : রাশিয়া

পূর্ব ইউরোপে নতুন সাঁজোয়া ইউনিট মোতায়েনের পরিকল্পনা অব্যাহত রাখা হলে আমেরিকাকে তার অকল্পনীয় জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। কথিত রুশ আগ্রাসনের অজুহাতে ২০১৭ সাল থেকে পর্যায়ক্রমিক সেনা মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকা । আর এ পরিপ্রেক্ষিতে রাশিয়ার টিভি চ্যানেল রোশিয়া ২৪কে দেয়া সাক্ষাৎকারে হুশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাটার স্থায়ী রুশ প্রতিনিধি আলেকসান্তার গ্রুশেনকো। তিনি বলেন, ন্যাটো সেনা মোতায়েনের বিষয়ে নীরব দর্শক নয় রাশিয়া। প্রয়োজনীয় পাল্টা সামরিক ব্যবস্থা নেয়ার জন্য পরিস্থিতি অব্যাহতভাবে মস্কো খতিয়ে দেখছে বলে জানান তিনি। তিনি বলেন, রাশিয়া নিশ্চিতভাবেই এর অকল্পনীয় জবাব দেবে। এ নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে তিনি বলেন, কতোটা সামরিক হুমকি রয়েছে তা হিসাব করে জবাব দেয়া হবে। খুব ব্যয়বহুল হবে না তবে এটি খুবই কার্যকর হবে বলেও জানান তিনি।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *