সম্প্রতি বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও। নুসরাত ইমরোজ তিশা, আরিফিন শুভ, মিশা সওদাগর, ইমন, আলিশা প্রধান, বিপাশা কবির, ভাবনা, লাবণ্য, আরজে নীরব, মনিরা মিঠু, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, অদিত, লেমিস, পূজা, ইলিয়াস ও ইবরার টিপু কাজ করেছেন এই মিউজিক ভিডিওতে।
এই মিউজিক ভিডিওতে আরো অংশ নেবে অটিস্টিক শিশুরা। মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন ইবরার টিপু। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইবরার টিপু।
Read More News
পরিচালক অনন্য মামুন এ প্রসঙ্গে বলেন, অস্তিত্ব ছবির শুটিংয়ের সময় অটিস্টিক শিশুদের সঙ্গে আমরা অনেক সময় কাটিয়েছি। তখনই তাঁদের সঙ্গে আমাদের অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়। তখনই ভেবেছি ওদের নিয়ে আমি আলাদা কিছু নির্মাণ করব। এই মিউজিক ভিডিওটি ছবিতে থাকবে না। যেসব তারকা এতে অংশগ্রহণ করেছেন তাঁদের সবার প্রতিই আমি কৃতজ্ঞ। তাঁরা অনেক সহযোগিতা করেছেন।
ওমেরা এলটিভি নিবেদিত ও প্রয়াসের সার্বিক তত্ত্বাবধানে মিউজিক ভিডিওটি শিগগিরই ইউটিউবে ছাড়া হবে বলে জানিয়েছেন অনন্য মামুন।