শেষটা ভালো হলো না বাংলাদেশের

টি২০ বিশ্বকাপে শেষটা ভালো হলো না বাংলাদেশের। ভারতের কাছে হারার পরই বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। শনিবার ছিল মর্যাদার লড়াই। একটা জয় পেয়ে মাথা উঁচু করে ফিরবে, এমন প্রত্যাশা ছিল। কিন্তু তা হয়নি। নিউজিল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরে গেল বাংলাদেশ।
নিউজিল্যান্ড এমনিতেই শক্তিশালী দল। তারা এর আগে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে। ফলে তাদের বিরুদ্ধে খেলাটা কঠিনই হবে। কিন্তু এমন বড় পরাজয়ের কথা কেউ ভাবেনি।
টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছিল ১৪৫ রান। জবাবে বাংলাদেশ শুরু থেকেই একটার পর একটা উইকেট হারাতে থাকে। পরিণতিতে ৭০ রানে অল আউট হয়ে যায়। নিউজিল্যান্ড জয়ী হয় ৭৫ রানে।

তামিম ইকবাল (৩) দিয়ে শুরু হয় বিপর্যয়। এরপর একে একে মোহাম্মদ মিঠুন (১১), সাকিব আল হাসান (৫), সাব্বির রহমান (১২), সৌম্য সরকার (৬), মুশফিকুর রহীম (০), মাহমুদুল্লাহ (৫), মাশরাফি মর্তুজা (৩), মুস্তাফিজুর রহমান (৬), আল আমিন হোসেন (০) রানে আউট হন। শুভাগত হোম ১৬ রানে অপরাজিত থাকেন। এটাই ছিল ইনিংসের সর্বোচ্চ স্কোর।
Read More News

অথচ ‘কাটার’ মুস্তাফিজের চমকে টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ১৪৫ রানে আটকে দেয়ার
সময় মনে হচ্ছিল বাংলাদেশের জয়ের ভালো সম্ভাবনা রয়েছে।।
মুস্তাফিজ ৫ উইকেট নিয়ে চমক দেখান।
মুস্তাফিজ শেষ ওভারে হ্যাটট্রিক করার সম্ভাবনা সৃষ্টি করেছিলেন উপর্যুপরি দুই উইকেট নিয়ে।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন কেন উইলিয়ামস। এছাড়া মুনরো করেন ৩৫
রান।
আল আমিন হোসেন নিয়েছেন ২ উইকেট। একটি পেয়েছেন মাশরাফি মর্তুজা।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ,
তামিম ইকবাল, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আল-আমিন
হোসেন, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, গ্র্যান্ট এলিয়ট,
মিচেল ম্যাকক্লেনাগান, কলিন মুনরো, নাথান ম্যাককালাম, হেনরি নিকলস, লুক রঞ্চি, মিচেল
সান্তনার, ইশ সোধি ও রস টেলর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *